Skip to content

বৈষম্য – মল্লিকা রায়

বৈষম্য

(এক )

অপগন্ড স্বামী ; মেয়েটির নিরুত্তাপ সাধ্
বিকীর্ণ শহরে তার ধূসর প্রলাপ

সাংসারিক বাসন – কোসন ; ধূলা – বালি ;
আনাজপাতির ঝাঁপি ; তেল চিট্ চুলে বোধিসত্ত্ব ছাপ্
টিউশন ; ঘর সাফ্ ;
শাশুড়ি বলেছে ; ছেলের অগাধ কপাল ” ।

( দুই )

প্রায় রাতে দরজায় ফ্রি ডিল্ ; মৃদু হাসি মুখ চাপা মা;
গদগদ , বড় হল ছেলে ;
গলগ্রহ মেয়ে : চুপে ফোন ?
সর্বনাশ অভিশপ্ত কুলাঙ্গার মেয়ে ।

(তিন)

গাল পারে ছেলে ; যথার্থ পৌরুষ
এক , দুই , অগাধ মেয়ের খুৃনসুটি
মায়ের প্রসন্ন মুখ আদরের ডিশ্ ।
এসেছে বান্ধবী জমিয়ে প্রেমালাপ
খাসা প্লেট সাজিয়েছে বিষন্ন বৌ
শাশুড়ি আদেশে ; মেয়ের বেলায় –
তুলোধোনা ,অশালীন,অমঙ্গল আদৌ।

(চার)

দো’বেলা দু’মুঠো পরমান্নের দায়
শারিরীক ,মানুষিক হেয় হতে হয় ।
ঘর নামে মধুরেণ সুখের বাসরে
দিনান্তের পরিশ্রম শ্রমের প্রলয় ।
অপরের বৌ নাম পরমার্থ চাল্
নিষ্পেষণ যাবতীয় মৌলিক কপাল।
শ্রমিক হয় না কোনো শ্রমের মাশুল
বিনা সুদে শ্রম শুধু পৌরুষেয় বল্
হায় শ্রম!! শ্রমিকের প্রাপ্তির হাল্
ঠুলি চোখ একপেশে নারীর বহাল।

মন্তব্য করুন