Skip to content

বিষন্ন ফাগুন -তূর্য অমিত

বহুদিন খোলা জানালায় চেয়ে বসে থেকেছি ৷
বিষন্নতায় ফ্যাকাশে জোৎসনারা চামচিকে হয়ে উড়ে গেছে প্রান্তরে ৷
শুধু তোমার জন্য এক ফাগুনের অপেক্ষায় ৷৷
একফালি লাল কাগজে মাঘের শেষে ভিজে শিশিরের অনুকাব্যে লেখা একখানি চিঠি ৷
রাতের রং মাখা নগ্ন চোখে ফাগুন এলো ৷৷
তবু আমি জানালায় চেয়ে বসে আছি ৷
তোমার চিঠির প্রতীক্ষায়, বহু বছর !
বহু যুগ পার করে গেছে মাঘের জোৎসনা,
সবুজ পাতার বুকে টুপটাপ করে ঝরে গেছে উত্তরী হাওয়া ৷৷
আজ তুমি ঠোটে লাল রং মেখে হলুদ শাড়ী পরেছো কন্যে ৷
কোনএক ফাগুনে ,আগুনে, হৃদয় মর্মরিত সূরে,
খুজিতে খুজিতে হন্যে ৷

মন্তব্য করুন