Skip to content

বিশাক্ত কিট -এম এইচ মোবারক

জানালায় তাকালেই-
দেখা যায় বিকেলটা খুব বিবর্ণ,
তবে আবছা নয়।
অহেতুক আশ্বাস, আভিজাত্যের লোভ-
মেঘ ছুঁয়ে আকাশ ভ্রমন
অতঃপর প্রমানিত !
বিবেকের জল জলাশয়ে ঝরছে
ভোরের হাওয়ায়-
মাঝে মাঝে রাতের নিরবতায়।
হিমালয় হতে ঘৃনামিশ্রিত ভেজা পথ
বয়ে গেছে গভীর সমুদ্রে,
শুধু একটু খানি প্রাণের আশায়।
লিখলাম তাই নগরীর দেয়ালে
আমি এক হা‌রি‌য়েই যাওয়া বিশাক্ত কিট।

মন্তব্য করুন