Skip to content

বিরুদ্ধ পৃথিবী- অভ্র আরিফ

গতরাতে আকাশ ভেঙ্গে বৃষ্টি হয়েছিলো
বৃষ্টির ঘ্রাণের সাথে গন্ধরাজের সুভাস ছিলো
আজও আমি গন্ধরাজ ভালোবাসি
অথচ আপনি কী জানেন আমার নাক নেই?
সুগন্ধী ফুলকে ভালোবাসার দায়ে ওরা আমার নাক কেটে নিয়েছে।

পরশু রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিলো ডাহুকের ডাকে
বহু বছর পর এই উচ্চ প্রবৃদ্ধির এ দেশে পুনরায় ডাহুকের ডাকে
আমার বুকের জমিন আর্দ্র হয়ে উঠেছিল
অথচ জানেন, মধুরতর সুর ও ডাক শুনতে ভালোবাসি বলে
ওরা আমাকে বধির করে দিয়েছে।

তারও আগের দিন, আমি রবীন্দ্রসংগীত গেয়ে উঠেছিলাম
ফাগুন বনে আগুন দেখে ভেবেছিলাম-
সুরের কোন উদ্ধত্যতা নেই, মেট্রো রেলের এই দেশে
সুন্দরতম ফাগুন কারও না কারও অর্জন হবে হয়তো; সুর তো সাধাই যায়
অথচ সুরে সুরে সুর মেলানোর কারণে
ওর আমাকে নির্বাক করে দিয়েছে।

মন্তব্য করুন