Skip to content

বিরহী

হলুদ জামাটা পড়ে আছে মাঝপথে
বিপক্ষে দুর্দান্ত এক কঠিন অবক্ষেপ,
রক্তের ফুটন্ত ধারায় চোখ টগবগে
হতাশ হাতযশ নিরর্থক চিলেকোঠার ঘরে।
উড়ে যাওয়া শব্দের মতো ওই জামা
ধরার আগে ভেসে যায় আবেগ বাতাসে,
বন্দী জানালায় আমি অক্ষর সন্ধানে
বৃষ্টির মতো কিছু বিরহ আঁকি মাটিতে।

ফণা তুলে চলে যায় অবুঝ প্রেমিকা।

মন্তব্য করুন