Skip to content

বিবেকের রাস্তাটি অমসৃণ-সংস্কারহীন।

পৃথিবী বিচরণের অনেক রাস্তাই বন্ধ হয়ে যায়
আর বিচরণযোগ্য বহু রাস্তা আছে
রাস্তা সংস্কার হয়েছে বহুবার- সে সংস্কার হয় এখনো
তারা রাস্তা সংস্কারক অথচ বহু পথীক এইসব সংস্কারকৃত
রাস্তার সংজ্ঞা ভুলে গেছে আর ভুলে গেছে যাত্রাহীন রাস্তার নামও
রাস্তা আরও সংস্কার হবে- সংস্কৃতির রাস্তা, বীত্তের রাস্তা,
অগ্রগামী আর পিছিয়ে পড়াদের রাস্তা,
বিবেকের রাস্তাটি এখনো অমসৃণ-সংস্কারহীন দূর্বিসহ।

অনেক রাস্তা তবু দূরের একটা রাস্তা আছে প্রিয়
আমি ছিলাম আর ওখানে নারকেল গাছও ছিলো
আমি নড়তে পেরেছি-
নারকেল গাছটি ওখানে স্থীর- অনেক উঁচু
গারো পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যায়
নারকেল গাছটি কুয়াশাচ্ছন্ন মাটির সাথে মিশে আছে
নারকেল গাছ তার গর্বিত চশমা নিয়ে নিজ এলাকায়
স্থীর স্থীর অথবা বহুকাল।

মন্তব্য করুন