Skip to content

বিপ্লবের অপেক্ষা

এক বিপ্লবের অপেক্ষায় জড়ো-সড়ো হয়ে
সুকান্তের ফেলে দেয়া কাগজগুলো
যেন কেউ আগুন শব্দ উচ্চারণমাত্র
জ্বলে উঠবে দাউ দাউ করে।

এক বিপ্লবের অপেক্ষায় ফুলে-ফেঁপে উঠছে শান্ত নদীর জল,
যেন ভাসিয়ে নিয়ে যাবে তিস্তার বাঁধ
বন্যায় ডুবিয়ে মারবে পা চাঁটার প্রজাতিকে!

সেই কাঙ্ক্ষিত বিপ্লব
যা বারবার ফিরে এসে নিজ অস্তিত্ব জানান দিয়ে যায়
সেই কাঙ্ক্ষিত বিপ্লব
শুকিয়ে যাওয়া রক্তের দাগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায়!

রক্ত,গুম আর খুন!
সাথে চিৎকার আর আহাজারি।
হে নরকের প্রহরী! আমরা ভয় করিনা কিছুতেই।
হাঙর,নদী আর গ্রেনেড!
ফিরে এসেছে বেয়নেট,
হে নরকের পূজারী! আমাদের এ অনন্তের অভ্যেস।

স্বর্গ,কাশ্মীর ও বাংলাদেশ
চিরকাল-ই মহিষাসুরের চোখ রাঙানি দেখে এসেছে!

মন্তব্য করুন