Skip to content

বিদ্রোহী কলম – প্রভাত মণ্ডল

  • by

হে কলম,
আর কত দিন থাকবে স্তব্ধ,
তোমার টানে
হয়ে উঠুক সারা বিশ্বে আজ বিদ্রোহ।
তোমার লেখণী
আর কত থাকবে, মৌন অসাড় বুকে,
তোমার প্রতিটি ঘর্ষন
আজ বিদ্রোহী হয়ে পৌঁছাক বিশ্ব দরবারেতে।
তোমার রক্তের কালি দিয়ে
আজ পঞ্জিকা লিখে মৌলাবাদের মুখোস দাও খুলে
তুমি ধর্মের নামে বজ্জাতি
আর চলবে না তুলে ধর বিশ্ব আদালতে,
তোমার লেখা ধর্মের নামে
আর রক্তাত হতে দেবে না এই ভূবনকে।
তোমার ঘর্ষনে
আজ জাগ্রত হোক মৃত আগ্নেয়গিরি দ্বার
তার লাভাতে জ্বলে
যাক যত গোঁড়া মৌলাবাদী নরখাদকের দল।
জাগবার দিন আজ
র্দুদিন আসছে চুপিসারে,
করুক্ষেতের মাঠ
আজ প্রশস্ত হচ্ছে ধর্ম ধর্ম করে।
তোমার লেখণীর খঞ্জরের ধারে
আজ রোধ হোক মৌলাবাদের কন্ঠস্বর।
প্রশয় দেব না
গোঁড়া মৌলাবাদীদের
করবো না
ওদের আর ডোর।
বিশ্বের থাকবে একটাই
ধর্ম, মানব ধর্ম তার নাম
তোমার লেখন শৈলীতে
এটাই হবে স্লোগান।

মন্তব্য করুন