Skip to content

বিদিশার দিশায় – হিমেল কবি নুরইসলাম নুর

  • by

যখন ছিলেম আমি বিদিশার দিশায়
নিশিতপ সাগর হতে দুরে বহু দুরে
তখন দেখেছি প্রেম পাতায়-পাতায়
ঘাস ফড়িং কিংবা সবুজ ঘাসের দেশে।

যখনি ভুলিয়াছি তোমায়,ওগো বিদিশা;
নিশিথ হতে চলিয়াছি আরো নিশিথের পথে।
হঠাথ কোন অন্তিম আধারে:যখনি জ্বালিয়াছি আলো
জোনাকির দেশে।দেখিয়াছি-
এক নীল পরী,মেলিয়াছে ডানা.
বারিয়েছিলেম হাত অন্তিম নীলে।

দেখিয়াছি সেথায়;মরণ তিয়াসা
একরাশি নীল কিবা প্রজাপতি সমহার,
আরো দেখিয়াছি মরণ বিন্দু;অভ্র
চিরো সবুজের দেশে শিশিরের টলোমলো।

আরো দেখিয়াছি;প্রেম
হাসি,কান্না,বিরোহ-
অবুঝ যুবতীর কাম।
শ্রান্তির ছায়ায়,পড়ন্ত বিকেলে
ডেকেছি,বলে ‘খুকি’
নবযৌবনা হে!

হাজারো বছরের;অন্তিম পথ চলা
শুধু বিদিশার দিশায়।

মন্তব্য করুন