Skip to content

বাহ্ !! /অপর্ণা বসু

বাহ্! মানিয়েছে তো খুব, কবি সাজে
পরিপাটি সেই কেয়ারলেস বিউটি
ঠোঁটে চিলতে হাসি নিয়নবাতি যেন
আবেগঘন কণ্ঠস্বরে বিরাম ও যতি
গোপনে তুলে রাখা ঈর্ষা হিংস্র শ্বাপদ
আয়ত নিস্পাপ চোখ সরল চাউনি
নন্দিত শ্রীময়ী ও মনোহারিণী রূপ
তাহলে কবি বলব, নাকি অন্য কিছু ?

অনর্গল ভাবনা অর্থহীন প্রলাপ
কষ্টে সৃষ্টে রচিত শব্দতরঙ্গ জুড়ে
জানি প্রকাশ্যে সেই কবিই হতে চাও
তবু কেন আজও অধরা কবিতারা
কবিতা তো ঈশ্বরের আশীর্বাদে আসে
স্বতঃপ্রণোদিত হয়ে মানুষের কাছে।

1 thought on “বাহ্ !! /অপর্ণা বসু”

মন্তব্য করুন