Skip to content

বাগদান

  • by

আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত নেবে?
যতই দিন যাচ্ছে তোমায় কঠিন ভীষন ভালোবাসা,
যতই দিন যাচ্ছে বড়ো কঠিন হচ্ছে ভালোবাসা!
এক ফোঁটা রক্ত নাও
এখন রক্ত ঝরা ভীষন সোজা,
কত রক্ত পথে বিলোয় শকুনের দল
আমার যে এ অভিমান সাজে প্রিয়!
রক্ত নাও তুমি প্রেয়সী
ফোঁটা ফোঁটা রক্ত!
অনর্গল কত ছড়িয়ে ছিটিয়ে থাকে আমার শরীর,
কত রাতে আর তোমার কাছে ফেরা হয় না!
কত ফেরায় ভাবি তোমার স্তন যুগলে মাথা রেখে
এক রাত কাঁদবো..
ফেরা হয় না!
রক্ত নাও, সব রক্ত হিমঘরে সজ্জিত থাক,
আর তোমার রাত জাগা অভিমান।

মন্তব্য করুন