Skip to content

বলেছিলে আসতে ছুঁতে —(মাহ্ফুজ নবীন)

আলোর বুকে চিবুক
পরতেই উড়ে গেলো সুখ!
সেই অলক্ষ‍্যের চেনা গন্ধমাখা
ঝলকানিটা হঠাৎ মরিচীকায়
বদলে গেলো রূপ!

না হয় বুঝেই নিলাম
চোখদুটো বোকাই ছিলো
তাই বলে বড্ড চেনা নূপুর শব্দও
ভুল করে কর্ণ থাকে নিশ্চুপ!

বুঝেছি
চাঁদের কথা
বলতে বারণতো;
তাই আমি জ‍্যোস্নাই উৎসুখ

ঘাসফড়িং
এর মতো যাবো উড়ে
বলেছিলে আসতে ছুঁতে
যখন বৃষ্টি নামে টুপটুপ।

মন্তব্য করুন