Home / কবিতা / বন্ধু – প্রভাত মণ্ডল

বন্ধু – প্রভাত মণ্ডল

জানালার ধারে বসে আছি বিষন্নতায় ভরা মন
বন্ধু তুই ছিলিস যখন হতো না তো এমন
দুঃখগুলো করত যখন ফরমান জারি
চোখ রাঙানো তোকে দেখে পালাতো বাড়ি
হাসি ঠাট্টা মস্করা সব হতো কত কিছু
কথায় কথায় গাছে উঠত গল্পের গরু
বন্ধু তুই বললে পড়ে সূর্য‌্যি মামা উঠত সন্ধ‌্যাক্ষণে
চন্দ্রমামার প্রখর তাপের কথা সত‌্য হত মনে
বন্ধু আমার সখা আমার আমার আপন জন
তোকে ছাড়া একাকিত্বে ভরা এ জীবন।

About Prabhat Mondal

Prabhat Mondal
আমি প্রভাত মণ্ডল, জন্মস্থান পশ্চিম বর্ধমান জেলার দূূর্গাপুর শিল্পাঞ্চলে,আদিবাড়ি বীড়ভূম জেলার কাদীপুর গ্রাম।কলা বিভাগে স্নাতক ডিগ্রী অর্জনের পর বর্তমানে ইস্টান কোল্ডফিল্ড এ কমরত।

মন্তব্য করুন