Skip to content

বন্ধু – প্রভাত মণ্ডল

  • by

জানালার ধারে বসে আছি বিষন্নতায় ভরা মন
বন্ধু তুই ছিলিস যখন হতো না তো এমন
দুঃখগুলো করত যখন ফরমান জারি
চোখ রাঙানো তোকে দেখে পালাতো বাড়ি
হাসি ঠাট্টা মস্করা সব হতো কত কিছু
কথায় কথায় গাছে উঠত গল্পের গরু
বন্ধু তুই বললে পড়ে সূর্য‌্যি মামা উঠত সন্ধ‌্যাক্ষণে
চন্দ্রমামার প্রখর তাপের কথা সত‌্য হত মনে
বন্ধু আমার সখা আমার আমার আপন জন
তোকে ছাড়া একাকিত্বে ভরা এ জীবন।

মন্তব্য করুন