Skip to content

বড় বেশি কথা

বড় বেশি কথা বলাবলি হয়ে গেছে
কোটা সম্পূর্ণ
ভয় দেখাতে দেখাতে আর ভয় নেই অবশিষ্ট
চূর্ণ বিচূর্ণ,
যে গান বাঁধত এতদিন, রাজা পেত ভয়
সে রাখাল গেল অস্তাচলে,
তবে কি গান বন্ধ চিরতরে ,কংস কারাগারে
দেবতা শৃঙ্খলে,
হয়তো আবার আসবে হরবোলা, হয়তো গাইবে গান পাখি,
হয়তো এখন শূণ্য ঘর ,হিংসা রক্তে শয়তানি মাখামাখি,
তারই মধ্যে তুমি বা আমি কোনো জন,কন্ঠে তার প্রতিবাদী সুর,
প্রথম ভোরের প্রথম খেজুর রস ,তারই গন্ধে জগৎ ভুরভুর,
রাজা ভয় পেয়ে সচকিত,মন্ত্রী সান্ত্রী তথৈবচ,
কিংকর্তব্যবিমূঢ় অত্যাচারী,নতুন গান তুমি রচ,
রাজার অস্ত্র যাবে খসে পালাবার পথ খুঁজে যাবে, নতুন যিশু এসেছে রে নতুন জীবন পাবি এবে,
এখন আবার গড়া শুরু , শুরু থেকে ফের পথ চলা,হারিয়ে গেছিল যে কবি ফিরেছে সে হয়ে হরবোলা,
ভয় নেই আলো ফুটে গেছে, অন্ধকার অপসৃয়মান,আবার নিজের মতো করে করো হে জীবন নির্মাণ,
শঙ্খভেরী কাড়া নাকাড়া বাদ্য ,আজকের জন্য ঠিক নয়, এখন শান্ত হয়ে চলে এসো গাই জীবনের জয়…,

////////21/04/2021/////

মন্তব্য করুন