Skip to content

ফেরা

বহমান স্রোতধারা পথ নেই, পরিচয় নেই
পাগলের মত শুধু ছুটে ছুটে মরে…
আমিও ছুটেছি কত শ্মশানে মশানে
মৃত্যুর গভীরে গিয়ে খুঁজেছি স্ফটিক!
বিষাদেরা জমে জমে হয়েছে পাথর
অন্ধকূপের গভীরে আজীবন…
আজীবন এক কূপের গভীরে
লোফালুফি করে গেছি একটা পাথর
জানি তুমি ফিরবে না
ফিরতে পারো না
তবুও তো মনে হয়,স্মৃতির গভীরে
অশ্বত্থের ডালে অবেলায়
প্রাচীন পেঁচার মত
কোনোদিন হাউমাউ ফিরে আসতে পারো…

মন্তব্য করুন