Skip to content

ফুল – মৌমিতা পাল

ফুল
মৌমিতা পাল

প্রকৃতির কোল জুড়ে ফুটে থাকে
নানাবর্ণের নানারকমের ফুল
অপরূপ পলাশ-কৃষ্ণচূড়ার রূপমুগ্ধ আমি
ফুলেদের রঙিন হাসি স্নিগ্ধ করে রাখে
জীবনের শিকড়ভূমি, শান্তি আনে হলুদ চাঁদ ।

জটিলতা গায়ে মেখে ফুল তুমি বিষন্ন আজ
তবু হৃদয়ের রামধনু রং খুঁজে পাই তোমাতেই
আমি ফুল ছুঁড়ে জীবনের গভীরতা মেপে নিতে চাই
জীবনের প্রতীক তুমি ফুল ,তুমি শান্তির দূত ।

ফুল ,তুমি আকাঙ্ক্ষিত আমার ভালবাসা
তুমি সময়ের ক্ষয় মুছে দাও
কান্না থাক,মৃত্যু থাক -আশ্রয় দাও
নষ্ট জন্ম মানুষের -তোমার কাছে আসা ।

আমার সর্বাঙ্গ জুড়ে লাল পলাশের বাস
আমার হৃদয় ভরে কাঞ্চন কামিনীর সুবাস
স্বপ্নস্বপ্নান্তরে আমার হৃদয় জুড়ে ফুল
দীর্ঘ বছর ধরে আমি ফুল গন্ধে বিনিদ্রযামিনী।

মন্তব্য করুন