Skip to content

ফুল পাখির প্রেম – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

মাধুরি শিউলি তলায় পেতেছি ফুলের গালিচা
আয় কুড়িয়ে নিবি ফুল,গাঁথবি মালা,
অন্তর ব্যাকুল তোর লাগি
ডাকি আয় শিউলি তলা।
চন্দন দিয়ে করিবো বরণ
কমলীর মালা পরাবো
মাধুরি আয়রে গাঁথি প্রেমের মালা।
অনলে পুড়ে যায় মোর অন্তর
আজি এসে ফাগুন,আয় ফুলের বনে
দেখবি পাখির কিচিমিচি
ফুল ফোটে ফুল কুঁড়ি
ফোটে’ না তোর বিরহে্
বুকে আজ প্রেমের জ্বলা
আয় মাধুরি গাঁথি প্রেমের মালা,

লাল ফুলে ভরে গেছে বন
ঝিরিঝির বাতাস বয়ে
শিমুল পলাশ রাঙিয়েছে বন
রক্তজবা ঝারবেরা
লাল লাল পাতাবাহার
বিছাইয়াছি লাল গোলাপের শীতল পাটি
মাধুরি আয়রে ফুল বনে,ফুলের মেলা।

শীষ বিহীন পুম্পমঞ্জরী ঝরে পড়ে
ডুমুর ঝুমুর ঝুমুর করে কাঁদে
কত ফুল চেয়ে আছে তোমার পথ
মাধুরির সুবাস নিয়ে ফুটবে
করে’ না মাধুরি হেলা
আলতা মাখা রাঙা পায়ে
চলে এসে লাল লাল ফুলের বনে।

আর তো সয়না পরাণে চামেলী
গান্দা ফুল সাজে মনের রঙে
ফুটিবে কদম হেঁসে
তরুলতা বন ফুল হাঁসে
বিছায়াছি ফুলের গালিচা বনে
ধুতরা ফুলের সুবাস টেনে নেয় ফুল দেবোতার রাণী
কত ফুল দেখে’য়া মাধুরি।

টুনা আর টুনি একসাথে গাঁয় টুনটুনি
দেয়েল কয়েল ময়না টিঁয়ে গাঁইছে’ না গান
মাধুরি লতা কোথায় গেলি
কানে দুল,তুলতুলে চুল
বাতাসে উড়াইয়া আয়রে মাধুরি
মন মানে’ না,পরাণ ব্যাকুল
তুমি ছাড়া শান্তি নাইয়ে আমার ফুল বনে।

কোকিল গুলো মন করেছে ভার
এ কি প্রেম’ না জ্বলা বুজিতে পারিনে
তোমায় ছাড়া গাঁইবে’ না আজ ওরা চলে যায় আভিমানে
কুটুম পাখি বারবার তাঁকায় তোমার পথে
এসে’ না মাধুরি
ফুলের বনে
সাজিয়ে দেব তোমায় ফুলে ফুলে।

রাতে ফুটেছে আকাশ ভরা তারার ফুল
একখানা চাঁদ লুকিয়ে আছে কালো মেঘের আড়ে
জোছনা ফুলের দেখা পাই’ না তোমার বিরহে,
যত ফুল তত পাখি
বন ভরা ফুলে আর পাখি
রিমঝিম ফুলের বাঁজনায়
পাখিরা গাঁইবো গান
তোমার বিরহে আমি কেঁদে মরি।

ঝাউ বনে আজ বাজে নুপুর
সয়তে পারি ‘ না জ্বালা
মাধুরি আসবে লুকিয়ে
চাঁদের আলোয় হেঁসে
একটা পাখি পাখিনিরে হারিয়ে
কাঁদে আজ ও সকাল সাঝে
মাধুরি আয়’রে না ফুল পাখিদের বনে।

মন্তব্য করুন