Skip to content

ফিরে আসবার গল্প

ফিরে আসবার গল্প গুলো তো ফালতু
প্রদীপের নিচে জমেছিল যত কদাকার
নিজ্‌ঝুম সব দুপুর রাতের কান্না
সাক্ষী দিয়েছে ভাঙ্গা কাঁচ যত জানলা র
.
নিয়নের আলো ফুটপাতে আনে বন্যা
আমার শহর মেঘে ঢেকে রাখে কান্না
বৃষ্টিতে সব ক্ষত গুলো হল জমা জল
বুকের মধ্যে জ্বলা কাঠ সব চারকোল
.
ভেসে আসে কিছু টাটকা আলোর আশ্বাস
বাতাসের কানে নতুন দিনের ফিসফাস
কিছু ট্রাম যেন ফিরতি রুটে ও ছুটছে
বাতিল টিকিট জমা রাখে সব এ্যালবাম

মন্তব্য করুন