Skip to content

প্রেমে আমি বড্ড কাঁচা – তূর্য অমিত

প্রেমে আমি বড্ড কাচা;
আমি হিমালয় আল্পস ডিঙাতে ভয় পাইনা ৷
আমি নীলনদ পাড়ি দিতে পারি একডুব সাতারে ৷
শুধু তোমার চোখে চোখ রেখে কথা কইতে পারিনা ৷
আমি প্রেমে বড্ড কাচা; তোমার ঠোটে চুমু খেতে পারিনা ৷৷
তোমার হাতের কাচা আঙ্গুলে ,আমার বিষন্নতা জমাট ধোয়াসা ৷
বৃষ্টির জলে ভেজা সিগ্ধ চুলের ভাজে,
আমার হাজার বছরের পথচলা ৷৷
দেখো ; আমার হাতে তোমার চোখ ছুয়ে,
উপলব্ধি করেছি লোহিত সাগর, বিশাল জলপ্রপাত ৷
তারপরও আমি প্রেমে বড্ড কাচা,
যেমনটা তুমি ভাবো, তার থেকেও অনেক বেশী কাচা ৷
তোমার শরীরের উত্তাপে; আমি উষ্ণ আগ্নেয়গিরি ৷
তোমার ঘ্রানে শ্রাবনে বসন্ত নামে, ফুলে ফুলে মৌমাছি ৷
হাত ধরে হেটে গেছো দূরে, অনেক দূরে,
গাছের কাছে, বৃষ্টির কাছে প্রশ্ন করেছো ৷
তবু আমি তোমায় ঠিকঠাক আলিঙন করতে পারি না ৷
প্রেমে আমি বড্ড কাচা, তোমায় ও‘রকম করে ভালোবাসতে পারিনা ৷৷

মন্তব্য করুন