Skip to content

প্রেমের ফসিল

কবিতার খাতাখানি দিনু
একেবারে স্বাভাবিক রূপে
তুলে রেখো মেলাদিন পরে
জমিহারা জমিদার যেম
দেখে গাঁট খুলে
পুরানো দলিল
একদিন তুমিও তেমনি
দেখে নিও প্রেমের দলিল।

তারপর বসন্ত শেষে
দন্তক সূর্যের নিচে
প্রচণ্ড আরদ্রতায়
গুম্বট পৃথিবীর বায়ু
হতাশার সেই দিনে, সেই
সংকটে
খুলে দেখো কবিতার খাতা
হয় তো বা উধার করিবে
পুরাতাত্ত্বিকের মতন
প্রেমের ফসিল।

মন্তব্য করুন