Skip to content

প্রেমের পীড়া -মেঘলা আকাশ

তোমার প্রেমে এতো পীড়া
বুকে বিঁধে শরের মতো,
অধিক শোকে পাথর চেপে
পান করি শারাব শত।

বিষের বেদন কেনো এমন
অশ্রু হয়ে রক্ত ঝরে-
পোড়া মাটি যত খাঁটি
মন কি ততো খাঁটি হতো?

মন্তব্য করুন