Skip to content

প্রেমালাপন – প্রভাত মণ্ডল

  • by

শৈত‌্যপ্রবাহ মাঘের কন কন
নির্জনে বসিয়া কপত-কপোতি করিতেছে
প্রেমালাপন,
পর্বতের পাদদেশে অপরূপ আকষণ
তুষারাবৃত শৃঙ্গদ্বয় তখন
তুমি অষ্ট্রাদর্শী, আমার পূর্ণযৌবন।

হস্তে হস্ত রাখিয়া উষ্ঞতার আবাহন
শুরু হইয়াছে তুষার গলন
গ্রীবা আলিঙ্গনে ওষ্ঠাতে চুম্বন
সূমদ্র তরঙ্গ ন‌্যায় উথ্থাল পাথ্থাল হইতেছে
মন,
কপত-কপোতি অভিসারে যাইয়াছে খন
তুমি অষ্ট্রাদর্শী, আমার কুড়ি এখন।

স্পষ্টত দৃশ‌্যমান শৃঙ্গদ্বয় এতক্ষণ
মন ময়ুর তুলিয়াছে পেখম,
শরীর শিহরে, কাঁপিছে কানন
তৃপ্ত কপত, পরিতৃপ্ত কপোতির যৌবন।

মন্তব্য করুন