Skip to content

প্রশ্ন

আধুনিক কালে কাব্য গদ্যময়,
ছন্দের সেথা বড় বাড়ন্ত,
মিল খুঁজে পাওয়া দায়-
আধুনিক কালে কাব্য গদ্যময়।

তবু যারা বলে কবিতা একালে হয়েছে রসোত্তীর্ণ,
মোর মনে আসে তাদেরই সকাশে এক জিজ্ঞাসা-চিহ্ণ।
সত্যই যদি কবিতা অধুনা কালকে করেছে পার,
তবে মোরা কেন পাইনাতো কোনো রবি-নজরুল আর !

কোথা মধু কবি , অতুলপ্রসাদ, কান্ত , দ্বিজেন রায়,
মহাশূন্যেতে বিলীন হয়েছে পালকীর গান হায় !

আসল কথাটি যন্ত্রের যুগে সময়ের দাম ভারী,
জীবনের প্রতিক্ষেত্রেই আজ ছাপ পড়ে গেছে তার-ই।
সময় অভাবে কাব্যও তাই ছন্দ দিয়েছে ছেঁটে,
দেখা ত’ পাইনা রাজপথে আর যীশু চলেছেন হেঁটে।

রসের ভাঁড়ারে পড়ে গেছে টান,সবটাই বুঝি ফাঁকি,
আত্মপ্রচারই লক্ষ্য সবার,শিল্প এখন মেকী।
গতির টানেতে কাব্যও তাই হয়েছে গদ্যমুখী,
কিন্তু প্রশ্ন-সেই সৃষ্টি কি হৃদয়কে করে সুখী !

1 thought on “প্রশ্ন”

মন্তব্য করুন