Skip to content

প্রদীপখানি – শিবাশিস্ দাস

প্রদীপটা এখনও জ্বলছে….
চারিপার্শ্বের নীরবতাকে, সামান্য স্পর্শ করে
জ্বলছে নিজের বুক পুড়িয়ে;
হুহু করা ঠান্ডা বাতাসে
লাপ-ডাপ করা হৃদয়ের ছন্দে
জ্বলছে এখনও….
সলতে হয়ে গেছে ছোটো, ফুরিয়ে যাচ্ছে তেল;
প্রাণশক্তিটুকু রয়েছে বেঁচে
পোড়া সলতের টুকরো খসে পড়ছে জীবন সলতে থেকে—
জমে যাচ্ছে বোঝা, নেই কোনো সমঝোতা,
আছে শুধু না পাওয়ার আবেগ;
হঠাৎ একসময়, ফেটে যায় প্রদীপখানি;
চুইয়ে চুইয়ে পড়ে অবশিষ্ট তেলটুকু
সলতেটা মন্থরপদে জানিয়ে দেয়,
“সময় আর নেইতো বাকি,
যাচ্ছি চলে অনেক দূরে
আসব না আর ফিরে”।

মন্তব্য করুন