Home / কবিতা / প্রথম প্রেম – কবি মোহাম্মদ মকিজুর রহমান

প্রথম প্রেম – কবি মোহাম্মদ মকিজুর রহমান

যে দিন তোমার আমার দেখা হল
তারপর আর হল না
তুমি আমাকে অবঙ্গা করেছিলে
অনর্থক আমার আকাঙ্ক্ষণীয় মৃত্যু হয়েছিলে।
দীক্ষাগুরু শিষ্যের সিদ্ধাধি গণনা করে বলেছিল
তুই কাঁদবি অকৃতকার্য
তুই বড়ই সরল
চোখের জলে ভিজাবি কপাল অকারণে।
ছলশুন্য কম্পনশুন্য
ছিলে সব অকৌশল
হল প্রণয়
নিষ্টুর নির্দয়
জ্যোৎস্না ও নির্মল নদী
অশুভ লঙ্গনে ক্লান্তশুন্য
আমার যত অগৌরব।
তারপর কেটে গেছে বহুদিন
মনে পড়ে
একদিন
মিশে রবে আমি মৃক্তিকার সাথে।

About Mokiss Reza

Mokiss Reza

মন্তব্য করুন