Skip to content

প্রতীক্ষা -তূর্য অমিত

আমি অপেক্ষায় থাকি ঘাসফুলের,
যখন ফাল্গুনে বসন্ত নামে ৷
আমি অপেক্ষায় থাকি শিশিরের,
কার্তিকের শেষ প্রহরে যখন সন্ধ্যা হাসে ৷
আমি অপেক্ষায় থাকি মেঘের,
শ্রাবনের মাঝ দুপুর যখন রোদে ভাসে ৷
আমি শুধুই প্রতিক্ষায় থাকি তোমার,
তুমি আসবে বলে ৷৷
নীল সাগর পাড়ে আজ অন্ধকারে,
আলো জ্বেলে উড়ে এলো একঝাঁক জোনাকি ৷
সপ্নিল আবেগে তার ডানায় ভর করে উড়ে যেতে চাই -তোমার কাছে ৷
হয়তো তা সপ্ন ছিলো, হয়তো বাস্তবতা ৷
হয়তো সেটা অপেক্ষা কিংবা প্রতীক্ষা ৷৷

মন্তব্য করুন