Skip to content

পৃথিবীতে “নারীর আলো” জ্বালাতে চাই- ইকরামুল শামীম

আমি অবলা
নষ্ট পুরুষের বাহুতে দুর্বল,
আমি উচ্ছিষ্ট
আমি ধর্ষিত
পুরুষের হিংস্র থাবায়,
আমি নারী
পুরুষের অর্ধাঙ্গিনী
আমি মমতাময়ী
তবুও পুরুষের শেকলে বন্দি,
আমি নারী
একটু আদর আর ভালবাসায়
হই ভরপুর,
সাজাই স্বপ্নের নীড়
হারিয়ে যাই সংসার নামক কর্তব্যে
তবুও পুরুষের নাক ছিটানী
আমি অবলা।

পুরুষ অপূর্ণ
আমি নারী ছাড়া
এই কথা ভুলে চলে তাই
দিবানীশি আমি শোষিত,
আমি মু্ক্তি চাই
অজ্ঞতা আর ধর্মের কুসংস্কার
আমি তছনছ করে
পৃথিবীতে “নারীর আলো” জ্বালাতে চাই।

মন্তব্য করুন