Skip to content

পরিবেশটা সুন্দর না? – ইশরাত হাসান

আজ সকালে গেলাম আমার বরের সাথে বেড়াতে I

বর : পরিবেশটা সুন্দর না? কোনো হৈ চৈ আছে?
আমি : হুম ! একটু চা আন, চা খাই I
বর : এভাবে কথা বল কেন?
আমি : আমি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলছি? এরপর ও একদল লোক বলবে আমি বালা না ! আমিও বলি আমিতো ভালানা ভালা লইয়া থাইকো I
বর : কি বলো এইসব?!
আমি : বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা I কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
বর : কিসব ফালতু কথা !! তুমি এইসব পাইছো কোত্থেকে??
আমি : ফাল্তু না, ফাল্তু না, আমি এক এক কথা মার্কেটে ছারি, আমার মুখ দিয়ে যা বের হয় ঐডাই মার্কেট পায় I
বর চেচিয়ে বলে : যাও বাসায় যাও…..
আমি : চিল্লাও কেন? চিল্লায় মার্কেটে পাওন যাইবো !!
বর : আমি আর টলারেট করতে পারছি না!!!
আমি : পাবলিক এখন মারাত্মক!! বাংলা ইংলিশ মিলায়া কথা বানায়!!

একথা বলে রেগে হাতের কাপের চা ছুড়ে শার্ট এ ঢেলে দিলাম!

আমার বর হনহন করে হেঁটে চলে গেলো I
আমি বললাম: যাও কেন?? পরিবেশটা সুন্দর না? কোনো হৈ চৈ আছে?

মন্তব্য করুন