Skip to content

পথের সাথি – আব্দুল মান্নান মল্লিক

পথের সাথি

আব্দুল মান্নান মল্লিক

কোথায় আমার আস্তানা,
কি যে মনের বাসনা।
পথভুলা এক পথিক আমি,
পথই আমার ঠিকানা।
কেউবা নামে পাগল ডাকে,
কেউবা দেয় গালি।
যেমন খুশি বলুক লোকে,
আমার তাতে কি?
কেউবা গড়ে দালানবাড়ি,
আমি কুড়াই নুড়ি।
পথ হারিয়ে পথের সাথে,
খেলছি লুকোচুরি।
পথের ধুলো গুনতে গুনতে,
পূবের আকাশ রাঙা।
পথের শেষে পথ হারিয়ে,
উঠতে ভাঙে ডাঙা।
অজ্ঞাত মোর জনম কথা,
কে ছিল মোর মা।
কোন ভূমিতে পতিত আমি,
মনে পড়েনা গাঁ।

মন্তব্য করুন