Skip to content

নেশাতুর –হীরক মুখোপাধ্যায়

নিরুচ্চারে ডাকলে এসে দাঁড়ায়,
জীবন, তাকে সব বাজিতেই হারায়,
নিজেই কেবল একটি বাজি হারে,
জীবন কোথাও স্থির থাকতে পারে?

পারলে কিন্ত বলতো বেবাক লোকে,
জীবন কেমন সব ঘরেতেই ঢোকে,
একটি বাসা বাদ পড়ে যায় যদি,
জীবন আমার বানবিলাসী নদী l

নদীর মতন করলে উথাল -পাথাল,
জীবন আমার খাম -খেয়ালী মাতাল,
নেশার ঘোরে ডাইনে -বাঁয়ে পা,
কিছুই যেন সইতে পারে না l

মন্তব্য করুন