Skip to content

নীলিমা – হিমেল কবি

হিমেল কবি নিরন্জন-
আজি খর-রদ্দুরে দেখ;তুমি
এক ক্লান্ত পথিক!
দাড়িয়ে-
হয়তোবা তোমার ছায়া হবার জন্য
আকুক আমি নীলিমা;
নবদিগন্তে।

অথচ অন্তিম প্রান্তরে দেখ:
মেঘ বালিকারা,
অদুরে মেলিয়াছে ডানা-
ধবল বকের দ”লে।

তৃষার্ত দুপুরে ছায়া নিয়ে-৪
একি মেঘ!
না কি বিদিশা!
আলোর দিশায়-
আধার কি?না,অনামিকা।
লতিকায় জুটি বাধা ঠিক
মানসী বুঝি!

কবি তোমায় ঘিরে রোদ
হাসি-কান্না,বৃষ্টি।
মোর আচল খানি কি পাবে ঠাই:
চরণ যুগলে।

জানি,আমি দিবাহারি-
স্বপ্নীল রং রুপ ক্ষণিকা।
তবুও কল্পনার রঙিন ডাইরিতে
আছি বসে-
আমি নীলিমা।
আর কি হে,হবে লেখা কবিতা
আছি বসে বসন্ত নীড়ে একা একা বিহনে।

মন্তব্য করুন