Skip to content

নিশি পাওয়া

ঘাস ঘাসের ভেতর থেকে
অদৃশ্য সুতো ধরে উড়াল দিল
নিজের আগুনে

আমার চার পাশে পোড়ে মধ্যরাত
এই শতাব্দীর অন্ধকার ঘরে
নগ্ন রূপসীর রাঙা অভিশাপ
স্বচ্ছ কাঁচের মতো আদর্শ
রাতভোর আত্মা বিক্রি ক’রে
বিজোড় পতিতার বিছানা নির্মাণে

আমার জন্ম
বিঁধে আছে জন্মান্ধ বিড়ালের পৃষ্ঠদেশে
শব্দহীন এক দোকানদার
ল্যাম্পোস্টের মতো পড়ে থাকে
কুমারী প্লেটের গিঁটে

একগুচ্ছ ভুল জ্যোৎস্না দ্যাখে
আপনাপন মুণ্ডু কেটে

দুঃস্বপ্নময় জন্ম আমার
উচ্ছিষ্টের সোনালি শিকড়
জলবায়ুহীন চিৎকারের তলায় শুয়ে
পান করে যাই তরল ঈশ্বর।
-স্বপ্নময় স্বপন©

মন্তব্য করুন