Skip to content

নির্ভীক কলম//- সুবীর মণ্ডল

রক্তে ভেজে কলমের নিব
সত্যি কথা বলা পাপ।
মুক্ত মনার কণ্ঠে ধরা
মৌলবাদের রক্ত হাত।
লিখতে গেলে বর্ম পরো,
নয়ত আশ্রয় রাজনীতির
তাদের হয়ে লিখবে তুমি,
কলমের দায়ে নিঃস্ব ফকির।
কলম ঘষে মরণ আসে
রক্তে রাঙায় জামা,
সমাজ শাসন উচ্ছন্নে গেলেও
মুখে লাগাও তালা।
স্কুল কলেজে শিক্ষার অভাব
শেখায় চালানো হাতিয়ার,
মানুষ গড়ার কারখানা গুলি,
জঙ্গী বানানোর আতুড় ঘর।
শিক্ষকের গলায় জুতোর মালা
পদে পদে অত্যাচার,
রাজনীতির ছায়ায় থাকে যারা
করে না কোন বাছ বিচার।
শিক্ষকের হাতে লাঞ্ছিতা ছাত্রী
মূল্যবোধের চরম বিকার।
অশিক্ষিতের হাতে শাসন ক্ষমতা
ধুলোয় চাপা ন্যায় বিচার।
সমাজ জুড়ে ছেয়ে গেছে
অরাজকতার মন্দ শাসন
কলম আমার নির্ভীক চলবে
যদি আসে আসুক মরণ।।মণ্ডল

মন্তব্য করুন