Skip to content

নিঃসঙ্গতা- নীলুফা বেগম

নিঃসঙ্গতা

আমার নিঃসঙ্গতা বোঝেনি
গ্রীষ্মের কোলাহল মুখর জনপদ
উড়ে যাওয়া বুনোহাসের পাখার শব্দমালা
আমার নিঃসঙ্গতা বোঝেনি
কোকিলের কুহু কুহু গান
বিয়ের আসরে বাজানো সানাই এর তান
আমার নিঃসঙ্গতা বোঝেনি
সাগরের আছড়ে পরা ঢেউএর মালা
মৃত আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে উঠা

আমার নিঃসঙ্গতা বুজেছে শুধু
হেমন্তের পাতা ঝরা গোধুলী সন্ধ্যা
বিষন্ন মধ্য দুফুরের নিস্তব্ধতা
আমার নিসঃঙ্গতা বুঝেছে শুধু
নীল আকাশের মেঘ মালা
প্রজাপতির আশায় বসে থাকা
না ফোঁটা গোলাপের বাগানটা

আমার নিঃসঙ্গতা বোঝেনি
মধ্য রাতে স্বপ্ন দেখা
ব্যস্ত সড়কে এলো মেলো পথ চলা
আমার নিঃসঙ্গতা বোঝেনি
বাইজী বাড়ীর চুড়ির ঝনঝনানি

আমার নিঃসঙ্গতা বুজেছে শুধু
লেকের পাড়ে খালি পরে থাকা
কাঠের নির্জন বেঞ্চিটা
শীতের আগমনের অপেক্ষায়
ঝরে যাওয়া গাছের হলুদ পাতাটা
আর লেকের জল কাদামাখা শুন্যতা

মন্তব্য করুন