Skip to content

নগেন খুড়ো

ও পাড়ার ওই নগেন খুড়োর
ধরল মনে সখ্ ,
যাত্রা দলে নাম লিখিয়ে
আদায় করবে হক্ ।

যাত্রার শখ ছোট থেকেই
সুপ্ত বাসনা তার,
ঘুমের ঘোরে সপ্ন দেখত
স্বপ্ন যার যার।

সপ্ন সে তো যা তা নয়
এক্কেবারে রাজা ,
শাসন করছে প্রজাদেরকে
দিচ্ছে কঠিন সাজা।

ভাঙছে কারো হাত-পা তো
কাটছে কারো কান,
মারছে বুকে ছুরি কারো
ছুঁড়ছে বুকে বান ।

তাহার পরে প্রজাদেরকে
দিচ্ছে উপহার,
হিরা-মুক্তা মানিক‍্য আরো
কত কিছুর সম্ভার।

রাজা বলে কথা তার
সে কি এলাহী ব‍্যাপার,
সিপাই সান্ত্রী চারিদিকে সব
ঘিরে আছে আবার।

বলছিল সে ঘুমথেকে ওই
ছটফটিয়ে উঠে,
এবার সে তো রাজা হবে
যাত্রাপালার পাঠে।

নিজেই লেখক , নিজেই রাজা,
নিজেই পরিচালক ,
ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখে
রাজা হবার ঝলক।

স্বপ্ন সে তো দেখতেই পারে
তাই বলে কি রাজা ,
রাজকার্য চালাতে গিয়ে
দিচ্ছে আবার সাজা ।

যাইহোক সেদিন শুনলাম আবার
লিখিয়েছেন নাম
যাত্রাপালার নাম দিয়েছেন
“নগেনখুড়োর ধাম” ।

দেখি এবার যাত্রাপালায়
কতটা কী হয় ,
নগেন খুড়োর সাজগোজ কি!
রাজাই হবে নিশ্চয়।।

মন্তব্য করুন