Skip to content

ধর্ষিতা – জারিফা জাহান

সিংহের গর্জন ছেড়ে
কোথায় লুকাও তুমি ?
পুরুষ? শাসক? ধর্ষক —–
গোপনীয়তার গোপন কুঠুরি
খুলে ফেলাই তো তোমার লক্ষ্য,
নিমেষে ছিঁড়ে খাওয়ার ওই রক্তলোলুপ দৃষ্টি
নিশাচর প্রেতের বীর্যমাখা ওই হাত |
শুকিয়ে যাওয়া আঙুলগুলো
গেঁথে যায় শরীরে |
দুচোখ বেয়ে গড়িয়ে পড়া পাশবতার ফিনকি —–
পেয়েছ শান্তি,নরম সুখ?
একটিবার জেনো তুমি
আমি ভীষ্ম-শরশয্যায় |
তেতো স্মৃতি যত শপথ নিয়েছে
অপমান গুলে যাচ্ছে নোনা জলের সাথে
শোষকের বিদ্রুপ চোখ
আকাশফাটা প্রতিবাদ আজ ব্যথানীল মরুভূমি হয়ে যায় |

মন্তব্য করুন