Skip to content

ধর্ষন বন্ধ হোক

কিছু ঘটনা পায় শিরোনাম
তোলপাড় করে দেয়, আমাদের ভিত
মানুষের প্রতিবাদ মিছিলে;
আওয়াজ ওঠে জোরে, বিচার চাই;
তবু কত বিচার, পায় না ডেট,
সব ঘটনা , পায় না সমর্থন,
লজ্জা সবার, ধর্ষন যদি হয়
শিশু বা বৃদ্ধার, একই চোখের জল,
কেন গর্জে ওঠে না তবু;
ভিসুভিয়াসের জ্বালামুখি ;
সত্যি আজও অবাক হতে হয়,
ধর্ষিতা আত্মহত্যা করে,
কত মামলা এমনি বন্ধ হয়;
প্রত্যক্ষদর্শী খুন হয়ে যায়,
আবার একটা কেস, ধরাও যায় না
অদৃশ্য হয়ে যায় বেমালুম,
সবাই জানলেও, ওই খুনি ছিল,
ফাসিতে ঝোলে লাপাতা কেউ!
কে বলবে, সাক্ষী আমি আছি।
ধরা যাবে না; আমরাই দোষী;
ধর্ষন এই সমাজের অভিশাপ,
জানতে হবে , আমাদের মাঝে,
কে সেই দুপেয়ে,তাদের খুজি
নোংরা চালে পাথর খোঁজা !
প্রথমেই মা, বোন, পরিবারে,
যারা কাছে, বুঝতে পারবে সে,
ঘরে না পেলে, পাড়ায়, রাস্তায়,
রাজনীতি, জাত, ধর্ম নির্বিশেষ,
খুজতে হবেই, নির্মূল করতে;
পাবেই, যদি তুমি চাও, একটাও
ধর্ষন না ঘটুক আজ দিন থেকে;
মনে রেখো; খু৺জবো ধর্ষকদের,
ধর্ষণ সমাজের হয়, নারীর নয়।

মন্তব্য করুন