Skip to content

দেশের বাড়ি জিনিয়া দত্ত

গল্পে শোনা দেশ,
কাঁটা তারের খাঁজে,
বয়ে গেছে অনেক কাল,
সুখ দুঃখের মাঝে।

ছোট বেলার স্মৃতিগুলো
ফিরে ফিরে দেখি,
এদেশ ওদেশের মাঝে
অনেক ইতিহাসকে দেখি।

মেঘনা পদ্মার পাড়ে
আর ভিটেমাটিটা নেই,
বছরের পর বছর গেল
নিশ্চিহ্ন সবটাই।
একসময় জোয়ার এলে
ভাঙ্গত বসত বাড়ি,
থাকার জায়গা খুঁজতে হত,
থাকত পাতিল হাড়ি।

ওরা খুব দুষ্টু ছিল,
মেঘনাতে সাঁতার কাঁটত,
ভেজা প্ল্যান্ট গায়ে শুকিয়ে,
নিশ্চিন্তে ঘুমাত।
মাছের গন্ধে খুশি হত,
সাথে ভাতের থালা,
মাঝে মাঝে একে অপরকে
বলত তুই তো কালা।

কালে কালে ওরা এল
কাঁটা তার পেরিয়ে,
নতুন দেশের নতুন জায়গায়
একরাশ আশা নিয়ে।
মাথা গোজার ঠাঁই হলেও
আয় ছিল না সবার,
বড় পরিবারে সকলের
তাই জুটত না খাবার।
এমনি করেই দিন চলে যায়,
দিন বদলায় আবার,
ওদের স্মৃতির মাঝে থেকে যায়
মেঘনা পদ্মার জোয়ার।
বাবার কাছে শোনা গল্প
বড়ই সুখের স্মৃতির ছবি,
শব্দ দিয়ে প্রকাশ হল
ইতিহাস হল সবই।

মন্তব্য করুন