Skip to content

দৃষ্টিকোণ – শিবাশিস্ দাস

  • by

রঙভরা বাঁশির সুর
আবির রাঙা শ্বেতপাথর
তাজমহল, আর—
সাদাকালো রঙমশাল।
পথজোড়া ধ্বংসস্তূপ, বড়শী আর ল্যাম্পপোষ্ট
ডাকপিওনের ঝুলিভরা, অনাহুত দৃষ্টিকোণ।
ফুটপাত, কফিশপ, চায়ের ভাঁড়ের পোড়া দাগ
প্রতিটি চুমুক থেকে পড়ছে ঝড়ে উষ্ণ আঁচ।
সোনাভরা ভিক্ষাঝুলি, সিন্দুক আধার কুটকচালি
দক্ষিণপাড়ার পথের মোড়ে ফটক ভাঙা সিংহাসন।
ঈশান কোণের ন’মামার বাদ পড়ল সম্ভাষণ
নাম রইল ভিক্ষুকেরই, ইতিহাস সাক্ষী তোর।
কালো পানি চিহ্ন দুঃখ-শোক-কষ্ট-অপমানের
অসীম স্থল অজ্ঞ তাতে, কারণ সেই “দৃষ্টিকোণ”।

মন্তব্য করুন