Skip to content

দুষ্টুমি – ভাস্কর পাল

একটা হওয়া দমকা হাওয়া হারিয়ে দিল মন
শুকনো পাতা রঙিন পলাশ করি কি এখন
আলতো বৃষ্টি দুষ্টুমিতে ভিজিয়ে দিল মন
আরেকটা মেঘ জলধ কালো করি কি এখন
এই এলো দোল সেই এল দোল
খেলবি কি না বল
এই আমি নাই, সেই আমি নাই
করিস না আর ছল
জলের সাথে খেলা আর রঙের সাথে খেলা
তুমিই আমার খেলার সাথি আমার ছেলে বেলা
এই করিস রাগ সেই করিস রাগ
করিস অভিমান
সব কিছু তুই ভুলে গিয়ে
আমায় কাছে টান
কাছে টানলে আগুন পাবি
যখন তখন ফাগুন পাবি,
কাছে টানলে জোয়ার পাবি
যখন তখন ভিজেও যাবি।
ভিজে ভিজে জ্বলবি কি না বল?
জ্বলে জ্বলে ভিজবি কি না বল?
এই আমি নাই, সেই আমি নাই
করিস না আর ছল

মন্তব্য করুন