Home / নতুন কবি / দলিত – সুপ্রতীম সিংহ রায়

দলিত – সুপ্রতীম সিংহ রায়

বাতাসে ভাসে উচ্চবর্ণ হাওয়া
উঠোন জুড়ে সংখ্যালঘু ফুল,
এক দেশে,এক সুরে গান গাওয়া
“নীচ তুমি”-এটাই তোমার ভুল।

ছড়িয়ে পড়ছে ধর্ম ধর্ম গন্ধ
বর্ণভেদে ভাঙছে একটা সমাজ,
কোরান-পুরাণ, রাষ্ট্রযন্ত্র অন্ধ
এসো,রক্তদাগে নামতা পড়ব আজ।

হতেই পারো নতুন আলো তুমি
স্বপ্ন চোখে, আর মনন শিক্ষিত
ভুল করেছ! এটা তো ভারতভূমি
জন্মপরিচয়, তুমি শুধুই দলিত।

About কবিতা ককটেল

কবিতা ককটেল
কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন