Skip to content

তোমার হাতের সাগর খানা

পান্না কিংবা আতরদানি,
স্ফটিক পাত্র
কিংবা কানের মুক্তোকণা–
ভাঙলে পরে ভেঙেই থাকে
চোখের জল কি জুড়তে পারে ?
ভাঙলে পরে ?
কেন কুড়াও টুকরোগুলো?
জমিয়ে রাখ কেনই বা আর ব্যাগের ফাঁকে ?
কেউ কখনো পারবে না কি
জুড়তে আবার ? আগের মতো ?
কার ওপরে ভরসা রাখো ?
তোমার হাতের সাগরখানা
সময় এসে ছিনিয়ে নিলো
আছড়ে ফেলে
টুকরো হলো
তাহার ডানা
রামধনু রং
এবার হাজার –
হাজার হাজার
হাজার হাজার……

মন্তব্য করুন