Skip to content

তোদের মৃত্যুই পুরষ্কার— (মাহ্ফুজ নবীন)

এখন মৌচাকে মধু নাই
সব চালে’তে মধু
খবর চারিদিকে চাল
চুরির হিরিক শুধু

তোরা ইদুর মারার ঔষধ
একটু লজ্জা থাকলে খা
নইলে এই বাংলাদেশ ছেড়ে
পালিয়ে অন্য কোথাও যা

তোদের বংশে কেউ কি ছিলো
কোন ঐতিহ্যবাহী চোর?
নইলে বেহায়া হতে কি পারিস
একটু ক্ষমতার জোর!

তোরা চুরিটাকেই পেশা নিলি
সাজলি খুব সেবা করিস
তোরা সমাজের একটা কীট
অভিশপ্ত করোনার বিষ

তোদের ঘৃণা করি আজীবন
মনো- প্রাণ করে উজাড়
তোরা বাংলার চির শত্রু
তোদের মৃত্যুই হয় পুরস্কার।

9 thoughts on “তোদের মৃত্যুই পুরষ্কার— (মাহ্ফুজ নবীন)”

মন্তব্য করুন