Skip to content

তুমি প্রেম – ২২ ভাস্কর পাল

সময়টা যেন ঠিক রূপকথার মায়াবী রাজকন্যা
ঘুম ভাঙলেই জানালা দিয়ে এসে চোখে পড়ে
তোমার আকাশের কুমকুম সূর্যের হলুদ আলোককণা ।
চোখ মেললেই আমার আকাশ জূড়ে স্বপ্নময় তোমার দুটি চোখ
অজানা সৌরপথ অতিক্রমের বিহনে ক্লান্ত
তুমি হঠাত্‍ জিজ্ঞেস করলে,
কাল ক-টায় ঘুম ভাঙবে তোমার?
তোমার কাজল মায়া এলিয়ে দেওয়া ক্লান্ত সিক্তচুলের ছায়ায়
তোমার অনুভবের অনুভূতিতে বুদ হয়ে
অনায়াসে ভালোবেসে যাই তোমায়…… নিরুত্তর ।
বুঝতে পেরে আবারো জিজ্ঞেস করলে,
সূর্যাস্ত দেখবে তো একসাথে?
বললাম, সূর্যাস্ত দেখিনা আমি ।
তুমি তরল সুরে বললে,
নাহয় তোমার আঙুলে পাঁচ আঙুল রাখবো ।
অনুভবে বুঝে নিলাম তীব্র অনুভব যতো
তাই চুপ থাকাই শ্রেয় মনে করলাম ।
অভিমানে তুমি ঠোঁট বাঁকালে,
বলি সূর্যাস্তে একটু কাছে থাকলে কী হয় !
চোখে চোখ রেখে বললাম,
অনেক কিছুই হয় । সূর্য তার রাতের ক্রোধ
ছুঁড়ে দিয়ে শান্ত হয় বিকেলে
তোমার হাতে আজ তুলে দেবো দিগন্ত
অন্তবিহীন শব্দের মায়া
সারাদিনের দীর্ঘ পরিক্রমণে ক্লান্ত সূর্য শীতল হবে ।
অতো কাছে এলে অতি উত্তপ্ত হবে সব !
এবার তুমি বাঁধ ভাঙলে,
পুড়ে ছারখার হবে হোক! প্রেম করতে ভয় তোমার? ভালোবাসলে কী এমন ক্ষতি, বলো?
হৃদয়ের গভীর হতে শব্দ তুলে এনে বললাম
ভালোবাসা আমার আজন্ম সঞ্চয়
তোমাকে হারাবো
এইটুকুই ভালোবাসার ভয় ।

মন্তব্য করুন