Skip to content

ডাকি মা তোকে – মোঃ মুসা ইসলাম

ওই যে আমার মা মনি কোথায় রইলি পড়ে ,
তোর ছেলে ডাকছে তোকে ডাকছে কেমন করে।
খাবার বেলা কেউ ডাকে না আয়রে খেতে আয়,
মাগো তো রি ছোট্ট ছেলে তোর মমতা চায়।
ঔই গগনে চলে গেলি ওই না মেঘের পরে,
মেঘের কোনে লুকিয়ে গেলি রইব কেমন করে।
মা তুই কেমন আছিস মা আছছ কেমন মা বড় জানতে ইচ্ছে করে,
মেঘের পরে বাড়ি আছে নাকি মা রইছিস সেখান ঘরে,
সেই বাড়ির নামটি কি মা স্বর্গ স্বপন দুলে,
তাই না পেয়ে তাইত মাগো গেছস আমায় ভুলে।
লাল পরী নীল পরি সেখান উরা উরি করে ,
তুই কি মা তাদের সাথে রইছস মিশে জুরে।
অনেক দিন মা তোকে ডাকি না ডাকতে ইচ্ছে করে,
এত করে ডাকছি রে মা সারা দিছনা ঘরে।
মা তুই বলেছিলি কভু তবে একটুখানি হেসে,
ওই পারের মানুষ তো আসে প্রজাপতির বেসে।
মাকে ডাকি কেমন করে পাইনা মার সুর,
ওই গগন থেকে বলল যেন আমি অনেক দুর।
দেখব আমি কেমন করে মারে তো রি ছায়া,
তোরি মত কেউ করেনা মা আদর সেহ্ন মায়া।
কাব্য গ্রন্থঃ বাধন।
বিঃদ্র ০৭/০৯//১৭ তারিখ মা না ফেরার দেশে গেছেন ।
তার জন্য লেখা ।।

মন্তব্য করুন