Skip to content

টেনে দাও কাঁটাতারের বেড়া অথবা ছড়িয়ে দাও ঘাতক কাঁটা….

আমার ভালোবাসা যদি তোমাকে উত্যক্ত করে
আমার বাসনা যদি তোমাকে বিব্রত করে
তবে বিষণ্ন মেঘ হয়ে হঠাৎ এসে ঢেকে দিও
আমার নরম ঘাসের হরিৎ বিকেল

আমার না ঘুমানো ক্লান্তিকর ভাবনার রাতটি তুমি দীর্ঘ করে দিও
আমাকে পুড়িয়ে দিও তোমার দৃষ্টির দাবানলে
অথবা হঠাৎ বৃষ্টি হয়ে এসে চোখের কার্ণিসে রেখে যেও ক’ফোটা বেদনার জল
কিংবা শেষ চিঠিতে কিছু অভিশাপ লিখে দিও
লিখে দিও ঝরাপাতার বিরহ গাঁথা কিংবা মন খারাপের ইতিকথা
আমার বাসনার পথে ছড়িয়ে দিও নির্মম ঘাতক কাঁটা
অথবা একরাশ কালিগোলা অন্ধকার

এসব যদি না পারো তবে
নিজেকে তুমি মুড়ে রেখো নিরাপত্তার চাদরে
অথবা দুর্গম হৃদয়ের অরক্ষিত সীমান্তে টেনে দিও কাঁটাতারের বেড়া
তোমার হৃদয়ে আমার অনধিকার প্রবেশ চিরতরে বন্ধ হোক
রুদ্ধ হোক সকল প্রণয় সম্ভাবনা
নির্জন অরণ্যের অনাঘ্রাতা ফুলের মতই বেঁচে থেকো তুমি
যে ফুলকে কেউ কোনদিন ভুল করেও ছুঁয়ে দেখেনি//

মন্তব্য করুন