Home / নতুন কবি / জয় জওয়ান – জয়া গুহ (তিস্তা)

জয় জওয়ান – জয়া গুহ (তিস্তা)

কু-ঝিক ঝিক রেলের গাড়ি
চড়তে গেলো মেয়ে
হাওয়ার সাথে পাল্লা দিয়ে
উড়তে গেলো মেয়ে-
পুড়তে গেলো মেয়ে,
মোমের পুতুল আগুন গোলায়
গলছিল সেই মেয়ে
দেশের সেবক, গোলা গুলি
শহীদ যুদ্ধজয়ে
দাবানলের আগুন হল
মোমের পুতুল বেয়ে

    সমাজ? কোন আদমের বল?
আদিমতার শিকল ভাঙা
নৌকাডুবি ছল
দ্বারপাল আজ ভাঙলো আগল
ভাঙল শিষ মহল।

মনে হেমলকের ই বিষ-
    মিষ্টি মেয়ের ওড়নাতে টান
লজ্জা অহর্নিশ
    বাঘের মুখে মুখোশ আঁটা
জওয়ান কে কুর্ণিশ –

জয়া গুহ-র কবিতার পাতায় যেতে ক্লিক করুন 

About কবিতা ককটেল

কবিতা ককটেল
কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন