Skip to content

জ্ঞান পাপী – নীলুফা বেগম

  • by

ম্যানচেষ্টারের আকাশ বাতাস কাঁপে থর থর
সুরের প্লাবনে ভেসে যায় সারা অন্তর
সমুদ্রের ঢেউ যেন আছড়ায়
সুর প্রেমিক ভক্তের পায়ের তলায় তলায়

হঠাৎ আত্মবলির বজ্রনাদে
থেমে যায় শত সহস্র করতালি
রক্তের ফিনকীতে নিথর হয় নিষ্প্রাণ শরীরের বাতি
সুর্যাস্তের স্নিগ্ধ প্রভা পরিবর্তিত এক রণক্ষেত্র
আহত আর স্বজন হারানো আর্তনাদের ধ্বনি
মিলে মিশে একাকার এম্বুলেন্স আর দমকলবাহিনী

জানিনা আর কত বোমা বিস্ফোরিত হবে
কেড়ে নেবে নিরপরাধ মানুষের প্রান
ধর্মের নামে রক্তখেকো দানব মেটাবে তার ক্ষুধা
সংগীত কে পাপের সীমানায় দাড় করালে
হে জ্ঞানপাপীদের দল
কোন ধর্মমত দিয়েছে তোমাদের এ ফতোয়া
কোন পুস্তক পড়ে হয়েছ তুমি জ্ঞানী
অন্য ধর্মীয় মানুষ মেরে আর নিজের আত্বদানে
পেয়ে যাবে বেহেশতের চাবিকাঠি

যে মুর্খ করে নিজের প্রাণ দান
সে নয় শহীদ মুসলমান
কেড়ে নেওয়া হল যাদের প্রাণ
তাদেরই নাম শহীদের তালিকায়
লেখা থাকে চিরকাল
ভোলে না মানুষ তাদের দান

যতোই শান্তিকামী মানুষের মিছিলে
রাজপথ মুখরিত হোক অথবা
জাতিসংঘের বৈঠকে আলোচিত হোক
তবুও জংগী হামলা বার বার
প্রশ্নবিদ্ধ করে আমাদের বিবেকবোধ
আমরা কি দিতে পারবো সেই নিশ্চয়তা
নিরপরাধ মানুষের ঘরে ফিরা কিম্বা
হাসিমাখা শিশুটির মায়ের কোলে লাফিয়ে উঠা

২৪ শে মে, ২০১৭

মন্তব্য করুন