Skip to content

জেগে উঠা- নীলুফা বেগম

জেগে উঠা

শিশুর সম্মুখে লাশ হয়
দেশের মাতা পিতা
বিবেকের দহন কি পায় না দেশের নেতা
শাসনের নামে শোষণ চলে দিবা রাত্র
কেড়ে নেয় দিন মজুরের মুখের গ্রাস
রোগগ্রস্ত অনাথ পায় না সুচিকিৎসা

ক্লান্ত পথিক মুখ থুবরে পরে পিপাসায়
অত্যাচারীর ক্রর হাসি তবু থামে না
ধূর্তরা চলে পিছু পিছু
পালানোর পথ কোথায়
বিভৎস লাশ সারি সারি জমা হয়
আদিম হিংস্র প্রদোষে
ভরে ওঠে হায়েনার মুখ

অনেক সয়েছি চুপ করে থাকা আর নয়
জেগে ওঠো কৃষক
জেগে ওঠো দিন মজুর আর
ক্লান্ত পথিকের দল
স্বার্থের অপরাধে খুন হল যারা
জেগে উঠো তাদের ভাই বোনেরা

বাঁধ ভাংগা নদী স্রোতস্বিনী হয়ে সমুদ্রে যাবার
পথ খুঁজে পাক
চাষির বৌকে জোঁয়াল ঠেলতে
লাগাতে হবে না নিজের কাঁধ
তপ্ত মাটিতে বৃষ্টির ঘ্রাণ
মা বাবা হত্যার বিচার করবে এবার
কান্না জুড়ানো সন্তানদের হাত

জুন ১৩, ২০১৭।

মন্তব্য করুন