Skip to content

জীবনের গতি

জীবন তো চলে তার নিজ গতিতে
স্বপ্ন এসে বাঁধা হয়ে দাঁড়ায়,
জীবন বিচরণের মাঝ পথেতে
জীবনের উদ্দেশ্য তাই নয়,
জীবনের কাজ স্বপ্ন দেখা
তা বাস্তব রুপ দানে সাহায্য করা।

জীবনের স্বল্প পরিসরে পৃথিবীতে
রচিত হবে অমর কীর্তি,
নয় হলে জীবনের নেই কোনো
মূল্য থাকবে না এই ধরায়।

জীবনকে চলতে হয়
স্বপ্নকে সাথে নিয়ে,
তাছাড়া জীবন মূল্যহীন অর্থহীন
জীবনের গতিতে চলুক জীবন।

রচনাকালঃ
২৬/০১/২০২১

মন্তব্য করুন